odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
ChatGPT-এর পর এআই দৌড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অ্যামাজনের। নতুন Alexa+ ব্যবহারকারীর পছন্দ ও অভ্যাস মনে রেখে কাজ করতে পারবে।

অ্যালেক্সাকে মানুষের মতো স্মৃতি দিচ্ছে অ্যামাজন: এআই যুদ্ধে বড় চমক

Special Correspondent | প্রকাশিত: ১৪ January ২০২৬ ০০:২০

Special Correspondent
প্রকাশিত: ১৪ January ২০২৬ ০০:২০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) লড়াইয়ে নিজেদের আধিপত্য ফিরে পেতে নতুন কৌশল হাতে নিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। চ্যাটজিপিটি (ChatGPT) বা জেমিনি (Gemini)-র মতো চ্যাটবটগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে তারা এখন গুরুত্ব দিচ্ছে স্মৃতিশক্তি বা মেমরির ওপর। অ্যামাজনের লক্ষ্য অ্যালেক্সা হবে আপনার এমন এক বন্ধু বা পরিবারের সদস্যের মতো, যে আপনার পছন্দ-অপছন্দ এবং দৈনন্দিন অভ্যাসগুলো মনে রাখবে। সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES)-এ অ্যামাজনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিএনএন-এর সাথে আলাপকালে এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

অ্যালেক্সা থেকে অ্যালেক্সা+: বিবর্তনের গল্প

২০১৪ সালে যখন অ্যালেক্সা বাজারে আসে, তখন এটি ছিল ঘরের কাজে সাহায্যকারী একটি সাধারণ ভয়েস অ্যাসিস্ট্যান্ট। কিন্তু ২০২২ সালে ওপেনএআই এর চ্যাটজিপিটি আসার পর প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন ঘটে। সেই ধাক্কা সামলে উঠতে অ্যামাজন গত বছর (২০২৫ সালে) বাজারে আনে Alexa+। অ্যামাজনের ডিভাইসেস অ্যান্ড সার্ভিসেস প্রধান প্যানোস পানায় বলেন লক্ষ লক্ষ মানুষ অ্যালেক্সার মাধ্যমে কফি মেকার চালু করে সেটা চমৎকার। কিন্তু সেটা দুনিয়া বদলে দেয় না। দুনিয়া বদলাবে তখন যখন ডিভাইসগুলো মানুষের জীবনের প্রেক্ষাপট (Context) বুঝতে পারবে।

কেন অ্যালেক্সা আলাদা হবে?

অ্যামাজন কেবল একটি উন্নত এআই মডেল তৈরিতে আগ্রহী নয়, বরং তারা চায় এআই-কে বাস্তব জীবনের কাজের সাথে যুক্ত করতে। পানায় একটি উদাহরণ দিয়ে বলেন তিনি যখন তার কুকুরের জন্য হারনেস (Harness) কেনার কথা অ্যালেক্সাকে বলেন, তিনি বাড়িতে পৌঁছানোর আগেই অ্যালেক্সা তার 'ইকো শো' ডিভাইসে সেরা কিছু অপশন খুঁজে রাখে। এমনকি রেস্টুরেন্ট খোঁজার ক্ষেত্রেও অ্যালেক্সা মনে রাখে আপনি আগে কোথায় গিয়েছিলেন এবং আপনার পরিবারের সদস্যরা কী পছন্দ করে।

অ্যালেক্সার এই নতুন রূপের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:

ব্যক্তিগত স্মৃতি: আগের কথোপকথন মনে রেখে পরামর্শ দেওয়া।

বাস্তব কাজ সম্পাদন: কেবল তথ্য দেওয়া নয়, বরং কেনাকাটা বা বুকিংয়ের মতো কাজগুলো সরাসরি করা।

ক্রস-প্ল্যাটফর্ম সুবিধা: নতুন Alexa.com ওয়েবসাইটের মাধ্যমে এখন কম্পিউটার ব্রাউজার থেকেও অ্যালেক্সার সাথে চ্যাট করা যাবে।

ঘরের বাইরেও থাকবে অ্যালেক্সা

অ্যামাজন কেবল ঘরের মধ্যে অ্যালেক্সাকে সীমাবদ্ধ রাখতে চায় না। ২০২৬ সালের পরিকল্পনায় তারা মানুষের হাতের কবজিতে বা চশমায় অ্যালেক্সাকে পৌঁছে দিতে চায়। গত বছর অ্যামাজন Bee নামক একটি স্টার্টআপ অধিগ্রহণ করেছে, যারা এমন একটি রিস্টব্যান্ড তৈরি করে যা সারাদিনের কথোপকথন রেকর্ড করে স্বয়ংক্রিয়ভাবে কাজের তালিকা (To-do list) বা সারাংশ তৈরি করতে পারে।

গোপনীয়তা নিয়ে বিতর্ক:

অ্যালেক্সার এই গভীর স্মৃতিশক্তি নিয়ে প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষার প্রশ্নও উঠছে। তবে প্যানোস পানায় আশ্বস্ত করেছেন যে, গ্রাহকদের হাতে নিয়ন্ত্রণ থাকবে। তারা কতক্ষণ তাদের ভয়েস রেকর্ডিং বা ট্রান্সক্রিপ্ট সার্ভারে রাখতে চান, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। পানায় বিশ্বাস করেন, যদি কোনো পণ্য মানুষের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে তবে প্রাইভেসি নিয়ে নেতিবাচক ধারণাগুলো দ্রুতই বদলে যায়।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

 



আপনার মূল্যবান মতামত দিন: