নিজস্ব প্রতিবেদকঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠালেও তারা নিজস্ব উদ্যোগে এবং অনানুষ্ঠানিকভাবে নির্বাচনের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখবে। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
আজ সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সচিব জানান, মার্কিন দূতাবাস নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নির্বাচনের দিন সশরীরে উপস্থিত থেকে ভোটের অবস্থা পর্যবেক্ষণ করবে।
পোস্টাল ব্যালট ও আইনশৃঙ্খলা নিয়ে কৌতূহল: বৈঠকে মার্কিন প্রতিনিধি দল নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে চান। বিশেষ করে পোস্টাল ব্যালট প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে তারা গভীর আগ্রহ দেখান। কমিশন থেকে তাদের নমুনা ব্যালট দেখানো হলে তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান, যদিও বিষয়টিকে বেশ কষ্টসাধ্য ও জটিল বলে মন্তব্য করেছেন তারা। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে প্রায় সাড়ে ৯ লাখ সদস্য মোতায়েনের পরিকল্পনা শুনে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।
ইলেকটোরাল ইনকোয়ারি ও আচরণবিধি: নির্বাচনী আচরণবিধি রক্ষায় কমিশনের প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হয়। ইসি সচিব তাদের আশ্বস্ত করে জানান যে, কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির মাধ্যমে সার্বিক বিষয়গুলো কঠোরভাবে সমন্বয় করা হচ্ছে।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশে একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার ও মার্কিন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইসি সচিব আখতার আহমেদ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন পর্যবেক্ষণ পোস্টাল ব্যালট আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন নির্বাচন কমিশন সংবাদ ২০২৬

আপনার মূল্যবান মতামত দিন: