
জানুয়ারির প্রথম সপ্তায় সিলেবাস পেয়ে এপ্রিল এ পরিক্ষা দেওয়া বাচ্চা দের জন্য দুরহ বলে আমাদের অধিকার পএের ইনবক্স এ লিখে পাথায় বাংলাদেশী প্রবাসী এই ব্যবসায়ী,তিনি জানান মাননীয় শিক্ষা মন্ত্রীর যেন সমাপনি পরীক্ষা এ বছরের নির্ধারিত সময় সূচী বিষয়টি
পূনর্বিবেচনা করার জন্য মানমীয়, শিক্ষা মন্ত্রী নিকট আকুল আবেদন করছি। কোমল মতি ছাএ, ছাএিরা জানুয়ারী, মাসের ১ম সপ্তাহে সিলেবাস পেয়ে তারা যথারিতি,পড়াশুনা করিতেছে, এপ্রিল মাসের মাঝা-মাঝি এসে সরকার এর এ সিদ্ধান্ত নেতী বাচক বলে মনে করছি জানান তাসিন সানা, আমি আবারও মাননীয় গণ শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি নির্ধারিত সময়ের বিষয়টিকে পূনর্বিবেচনার জন্য।
আপনার মূল্যবান মতামত দিন: