ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেজন্যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার মূলনীতি অন্যতম স্থান পেয়েছিল।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন ধর্মমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৮ ২১:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৮ ২১:৫৩

আজ রোববার সকালে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটরিয়ামে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় আয়োজিত বিভাগীয় পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাদের অংশ গ্রহণে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

ধর্মমন্ত্রী বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেজন্যে সংবিধানে ধর্মনিরপেক্ষতার মূলনীতি অন্যতম স্থান পেয়েছিল। ফলে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় অনুশাসন পালনের অধিকার পেয়েছিল।
বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ময়মনসিংহ রেঞ্জ অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টানঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায় বক্তব্য রাখেন।
পরে ধর্মমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম ওলামাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: