
আগামীকাল থেকে শুরু হচ্ছে ষষ্ঠ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড। চতুর্থ রাউন্ডের প্রথম দিন দু’টি ম্যাচ রয়েছে।
বগুড়ায় লড়বে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। সিলেটে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামি ব্যাংক ইস্ট জোন।
প্রথম তিন রাউন্ড শেষে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বিসিবি নর্থ জোন। ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক ইস্ট জোন। টেবিলের তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক সাউথ জোনের পয়েন্ট ২৬। ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
চতুর্থ রাউন্ড শেষে ১৭ এপ্রিল থেকে পঞ্চম ও ২৪ এপ্রিল থেকে শুরু হবে ষষ্ঠ রাউন্ড।
আপনার মূল্যবান মতামত দিন: