ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে স্বাগতিকদের দাপট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৮ ১৭:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৮ ১৭:৪০

 

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে দাপট দেখিয়ে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গেমস শেষ হতে এখনো তিনদিন বাকি। এরই মধ্যে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১১৭ টি পদক। তার মধ্যে ৪৫টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য ও ৩৭টি ব্রোঞ্জ পদক রয়েছে। দিন যতই এগুচ্ছে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ক্যাঙ্গারুরা। তাদের পিছনে রয়েছে গতবারের শীর্ষ দেশ ইংল্যান্ড। তারা ২৪টি স্বর্ণ, ২৮টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জ পদকসহ সর্বমোট ৭৩টি পদক ঝুলিতে পুরেছে।
দক্ষিণ এশিয়ার হয়ে একাই ঝান্ডা উড়িয়ে চলেছে ভারত। তারা রয়েছে তৃতীয় স্থানে। এখনো পর্যন্ত তাদের পুঁজি ১১টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক। ৮টি করে স্বর্ণ নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ কোনো মতে পদকের খাতা খুলেছে। শ্যুটার আব্দুল্লাহ হেল বাকীর সুবাদে একমাত্র রৌপ্যপদক পেয়েছে বাংলাদেশ। বাকী ৮ এপ্রিল ১০ মিটার এয়ার রাইফেলে একমাত্র পদকটি লাভ করেছেন।
বাকী ছাড়া একমাত্র জাকিয়া সুলতানা শ্যূটিংয়ে পদকের সম্ভাবনা জাগিয়েছিলেন। তিনি অল্পের জন্য ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হন। শ্যুটিং ছাড়াও বাংলাদেশ সাঁতার, এ্যাথলেটিকস, ভারোত্তোলনে অংশ নিয়েছে। কোন সুবিধা করতে পারেননি এসব ডিসিপ্লিনের খেলোয়াড়রা।
বাংলাদেশ তার ডিসিপ্লিনগুলোর শেষ পর্যায়ে রয়েছে। শ্যূটিংয়ের কয়েকটি ইভেন্ট ছাড়া বাকি রয়েছে শুধু রেসলিং।
পদক তালিকা
দল স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
অস্ট্রেলিয়া ৪৫ ৩৫ ৩৭ ১১৭
ইংল্যান্ড ২৪ ২৮ ২১ ৭৩
ভারত ১১ ৪ ৫ ২০
নিউজিল্যান্ড ৮ ১০ ৭ ২৫
দ. আফ্রিকা ৮ ৬ ৫ ১৯
কানাডা ৭ ১৮ ১৪ ৩৯
ওয়ালস ৭ ৭ ৫ ১৯
স্কটল্যান্ড ৬ ১০ ১২ ২৮
স্ইাপ্রাস ৪ ০ ২ ৬
নাইজেরিয়া ৩ ৪ ০ ৭
বাংলাদেশ ০ ১ ০ ১



আপনার মূল্যবান মতামত দিন: