বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে শোক জানিয়ে মির্জা ফখরুলকে ফোন করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের ফোনে মির্জা ফখরুলকে সমবেদনা জানিয়ে বলেন, ‘কিছুদিন আগে আমার মাও পৃথিবী ছেড়ে চলে গেছেন। মা হারানোর শোক কেমন আমি জানি।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘আপনার (মির্জা ফখরুল) প্রতি আওয়ামী লীগের সমবেদনা আছে। দ্রুত শোক কাটিয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো।’
আপনার মাকে কোথায় সমাহিত করবেন ওবায়দুল কাদেরের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে।
আপনার মূল্যবান মতামত দিন: