ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী এখন হেরাথ

Admin 1 | প্রকাশিত: ১২ মার্চ ২০১৭ ২০:৫৫

Admin 1
প্রকাশিত: ১২ মার্চ ২০১৭ ২০:৫৫

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ৯ উইকেট নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। এতে ৭৯ ম্যাচে তার উইকেট সংখ্যা এখন ৩৬৬টি। ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন হেরাথ। এতে দ্বিতীয় স্থানে নেমে গেলেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। ১১৩ ম্যাচে ভেট্টোরির উইকেট সংখ্যা ৩৬২টি।
আর বিশ্ব ক্রিকেটে বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয় স্থানে উঠে আসেন হেরাথ। এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম। ১০৪ টেস্টে ৪১৪টি উইকেট নিয়েছেন আকরাম।
গল টেস্টের প্রথম ইনিংসে ৭২ রানে ৩ উইকেট নেন হেরাথ। দ্বিতীয় ইনিংসে আরও ভয়ংকর রূপ ধারণ করেন তিনি। ৫৯ রানে ৬ উইকেট শিকার করেন হেরাথ। তার বোলিং নৈপুণ্যে সিরিজের প্রথম টেস্ট ২৫৯ রানে জিতে নেয় শ্রীলংকা।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটে শিকারী পাঁচ বাঁ-হাতি স্পিনার :
বোলার ম্যাচ ইনিংস উইকেট
রঙ্গনা হেরাথ (শ্রীলংকা) ৭৯ ১৪৪ ৩৬৬
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) ১১৩ ১৮৭ ৩৬২
ডেরেক লেসলি আন্ডারউড (ইংল্যান্ড) ৮৬ ১৫১ ২৯৭
বিষেন সিং বেদি (ভারত) ৬৭ ১১৮ ২৬৬
টনি লক (ইংল্যান্ড) ৪৯ ৮৮ ১৭৪



আপনার মূল্যবান মতামত দিন: