
আজ দুপরে মতিঝিল শাপলাচত্বর দিক থেকে আসা এক প্রাইভেট কার এর উপ আক্সমিক ভাবে ফেডারেশন ভবন ( এফ,বি,সি,সি আই) এর দিক থেকে রাস্তা পার হওয়ার সময় ডিভাইডার উপর থেকে দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় চলন্ত গাড়ীর সামনের গ্লাসের উপর পরে মারাত্মকভাবে আহত হয়,
এবং গাড়ীর সামনেকার কাচের গ্লাস ভেংগে যায়, পথচারী মারাত্মক ভাবে আহত হয় ঘটনাটি আমার সমনে ঘটে, ছেলেটিকে দাড়িয়ে থাকতে দেখি তারপর মাথা দিয়ে রক্ত বের হওয়া শুরু করে তার পর ছেলেটি মাটিতে কাপতে কাপতে লুটিয়ে পড়ে, জ্ঞান হারিয়ে ফেলে, লোকজন জরো হয়ে পানি চোখে মুখে দিয়ে যে গাড়ীতে এক্সিডেন্ট হয় সে গাড়িতে করে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলাহয় এবং সবাই মিলে তাকে গাড়ীতে উঠিয়ে দেই, এই দূর্ঘটনায় আমাকে তিনটি বিষয় অবাক করেছে,
১. ছেলেটি দৌড় বা লাফ দিয়ে গাড়ীর উপর পরে যাওয়া, নাকি গাড়ী দ্রুততম ভাবে যাওয়া,যেই পয়েন্ট এ দূর্ঘটনা হয়েছে সেখানে অতিরিক্ত গতিতে গাড়ী চালানো সম্ভব না কারন সামনে বাস ইস্টপেজ, ছেলেটি কেন দৌড় বা ঝাপ কেন দিল, গাড়ীর সামনেকার গ্লাসের উপর কিভাবে পরলো, গাড়ীর দ্রাইভার হতভম্ভ, মালিক অ প্রস্তুত, কিন্তু ভদ্রলোক গাড়ীর মালিক গাড়ী থেকে নামলো না, এবং রোগিকে গাড়ীতে উঠাতে গরিমসি করলো গায়ে রক্ত লাগবে বলে, তারপর লোকজন যখন মোবাইলে ভিডিও করা শুরু করলো তখন ভদ্রলোক খুব আন্তরিক ভাবে লোক দেখানোর জন্য খুবভালো করে কোলে নিল,
২য়, যখন সবকিছু শেষকরে অনেক ঝামেলার পর রোগী গাড়িতে উঠিয়ে দেওয়া হলো ঢাকা মেডিকেলের উদেশ্য তখন পুলিশ গাড়ির সামনে বেরিকেড দিলো গাড়ির কাগজ চেক করবে অথচ রোগি জিবিত না মৃত, রোগীর অবস্থা কি সে দিকে কোন খবর নাই সে গাড়ি আটকিয়ে দিল, হায়রে পুলিশ হায়রে মানবতা, তারপর পুলিশ রিতিমত ধমক দিয়ে বলাতে, তাকে বলাহলো গাড়ির নাম্বার আছে আপনি নাম্বার দিয়ে মামলা করেন উত্তরে সে বলে এত জামেলা কে করবে! মানে পুলিশ দায়িত্ব পালন করবে মানুষ মরে মরুক,
৩ য় মানুষ জখন এক্সিডেন্ট হলো তখন কিছু মানুষ কে দেখলাম লাইভ ভিডিও, কাউকে দেখলাম ছবি তোলায় ব্যাস্ত আমার প্রশ্ন আগে জিবন না সেলফি, আর যেহেতু যে গারিতে এক্সিডেন্ট হয়েছে আহত ব্যক্তিকে সেই গারিতে ঢাকা মেডিকেল এর উদেশ্য পাঠানো হলো আদৌ কি আহত ব্যাক্তি কি ঢাকা মেডিকেল পৌচল?
আপনার মূল্যবান মতামত দিন: