ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সমাবেশের অনুমতি না পাওয়ায় বুধবার (৯ মে) ঢাকার সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ মে ২০১৮ ১৬:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ মে ২০১৮ ১৬:২৯

 

সমাবেশের অনুমতি না পাওয়ায় বুধবার (৯ মে) ঢাকার সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। 

সোমবার বেলা ১১টায় বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

 

এর আগে ৬ এপ্রিল কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সোমবার (৭ মে) সারাদেশে সমাবেশে করা ডাক দিয়েছিল। ঢাকায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে স্থান নির্ধারণ করে পুলিশের কাছে অনুমতি চেয়েছে বিএনপি। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি।

রিজভী বলেন, ‘অনেক প্রতীক্ষার পর গতরাতে (রবিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আমাদেরকে সাফ জানিয়ে দেওয়া হয় সমাবেশ করতে দেওয়া হবে না। জালিম সরকার এখন জনআতঙ্কে ভুগছে বলেই বিএনপির যেকোনও কর্মসূচির অনুমতি দিচ্ছে না।’



আপনার মূল্যবান মতামত দিন: