
আজ ঢাকা - মাওয়া রোডে ঢাকা মাওয়া রুটে সড়ক দুর্ঘটনায় প্রতিরোধকল্পে বাস মালিক ঐক্য পরিষদের যৌথ উদ্যেগে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিমুলিয়া, রানীগাও বাস স্ট্যান্ড এ প্রধান অতিথির বক্তব্য স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন
প্রতিটি মানুষের জিবনের মূল্য সবচাইতে সবার কাছে অনেক দামি সেটা বাস মালিক, বাস শ্রমিক, হউক বাস যাএী বা পথচারী, যার মূত্যু হউক না কেন তার পরিবার হয় এটার ভূক্তভোগী, গাড়ী দূরঘটনায় কেবল যাএীর ই ক্ষতি হয় না চালক, হেলপার, পথচারী এরা ও ক্ষতির সম্মুখীন হন মালিক এর চাপে বা নেশার ঝোকে সময়ের জন্য পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না .
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন
আব্দুল অদুদ নয়ন, সভাপতি-বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
আরো উপস্হিত ছিলেন জনাব ফেরদৌস আলম খান, পরিবহণ নেতা শেখ রিপন, মোঃ মিন্টু ফকির রোহল আমিন মোড়ল, মোঃ রোমান ও রইস আহমেদ রঞ্জু, রাজিব বাশার,শেখ শাওন সহ সম্মানিত বাস মালিক ও চালকবৃন্দ,দলীয় নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন আলী আকবর,সভাপতি -মাওয়া ঘাট বাস মালিক কল্যাণ সমিতি। অনুষ্ঠান সঞ্চালনায়ঃ মেহদি হাসান, সম্পাদক,রাণীগাও -শিমুলিয়া(মাওয়া) সড়ক পরিবহণ শ্রমিক পরিচালনা কমিটি। সার্বিক ব্যবস্হাপনায়ঃমাওয়া ঘাট বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
আপনার মূল্যবান মতামত দিন: