
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন শেখ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছি সিরাজদিখান থানা পুলিশ।
গতকাল ২২ মে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সিরাজদিখান থানাধীন হিরনের খিলগাও সাকিনস্থ হিরনের খিলগাও কবরস্থানের সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার হিরনের খিলগাও গ্রামের মোঃ বাদল শেখ এর ছোট ছেলে আল আমিন শেখ (২৯)।
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানার এস অই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করতে স্বক্ষম হন। এস আই সোহেল রানা ধৃত আসামীর দেহ তল্লাসী করতে চাইলে আসামী তার নিজ হাতে তার পরনের ট্রাউজার এর সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিছ ইয়াবা ট্যাবল বের করে দিলে এস আই সোহেল রানা জব্দ তালিকা মূলে জব্দ করেন।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: