
রাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাসেল মোহাম্মদ ইছা ওরফে হিমেল (২২) ও শেখ খলিল (৪৫)কে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ছয়মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সিরাজদিখান উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম এ দন্ডাদেশ দেন।
২৯ মে মঙ্গলবার দুপুর অনুমান আড়াই টায় উপজেলার পলাশপুর আশ্রয়ন প্রকল্প থেকে তাদের গাজাসহ আটক করে সিরাজদিখান থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদন্ড দেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের মাদক সেবনকালে মাদক সহ হাতে নাতে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম তাদের প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সকাল আসামীদের মুন্সীগঞ্জ কারাগারে প্রেরন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: