ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মধ্যযুগীয় কায়দায় গৃহবধুকে গাছের সাথে বেঁধে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতন:গ্রেফতার-১

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ জুন ২০১৮ ০৪:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ জুন ২০১৮ ০৪:৫০

মুনশিগঞ্জের শ্রীনগরে এক গৃহবধুকে গাছের সাথে বেঁধে গায়ে মরিচের গুড়া ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। উপজেলার মধ্য কামারগাও এলাকায় সংঘঠিত নির্যাতনের ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এঘটনায় ৯ জনকে আসামী করে ওই গৃহবধু বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পরে শ্রীনগর থানা পুলিশ মামলার এক নম্বর আসামী আঃ খালেক (৫৫) কে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টাকা পয়সা লেনদেন ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৭ মে বিকালে কামারগাও গ্রামের আজিজুল খানের স্ত্রী সালেহা বেগমকে রশি দিয়ে গাছের সাথে বেঁধে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। নির্যাতনকারীরা সালেহার যন্ত্রনা দেখে প্রবল উল্লাসে ফেটে পরে। ওই সময় মোবাইল ফোনে সালেহার ছবি তুলে তা ফেসবুকে ছেড়ে দেয় নির্যাতনকারীরা। এর দুইদিন পর সালেহা কামারগাও গ্রামের আঃ খালেক (৫৫), জোসনা (৩৫), সাবানা (৪০), কাজল খান (৪৫), লিপি বেগম (৪৫), সোহেল (২৫), রুবেল (৩০) সহ মোট ৯ জনকে অসামী করে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের কৌশলে বৃহস্পতিবার রাতে প্রধান আসামী আঃ খালেককে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: