
আজ শনিবার , ৯/৬/১৮ ইং টংগিবাড়ী উপজেলার আউটশাহী,বালিগাও, ধীপুর,আব্দুল্লাহপুর ও বেতকা ইউনিয়ন সহ ৫টি ইউনিয়নে দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর কর্তৃক
প্রদত্ত পবিত্র ঈদুল ফিতর -২০১৮ উদযাপন উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর মাধ্যমে চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-
জনাব লুৎফর রহমান শেখ, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ।
ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা চেয়ারম্যান, টংগিবাড়ী উপজেলা পরিষদ।
জনাব জগলুল হালদার ভূতো,সভাপতি ও
হাফিজ আল আসাদ বারেক,সাঃ সম্পাদক,টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
রাহাত খান রুবেল ও এমিলি পারভীন, ভাইস চেয়ারম্যান, টংগিবাড়ী উপজেলা পরিষদ।
আকলিমা আখি ও তাজুল ইসলাম,সদস্য- জেলা পরিষদ সহ সম্মানিত নেতৃবৃন্দ।
অত্র পগ্রামগুলোতে সভাপতিত্ব করেন প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, যেমন-জনাব জহিরুল হক লিটন ঢালী-আউটশাহী।।
জনাব মোঃ বাচ্ছু সিকাদার চেয়ারম্যান -বেতকা।।
জনাব আক্তার হোসেন -ধীপুর।।
জনাব দুলাল হোসেন চেয়ারম্যান -বালিগাও।।
জনাব আব্দুর রহিম চেয়ারম্যান -আব্দুল্লাহপুর।
উল্লেখ্য প্রতিটি ইউনিয়নে ১০০০ --১৫০০ জন করে ৫টি ইউনিয়নে প্রায় ৬০০০ (ছয়) হাজার পরিবারকে প্রতিজনকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
আজ শনিবার ২২শে রমজান, ৯/৬/১৮ ইং বিকাল ৫টায় টংগিবাড়ী উপজেলায় দিঘীরপাড় বাজারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-
জনাব লুৎফর রহমান শেখ, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ।
সোহানা তাহমিনা, যুগ্ম সাঃ সম্পাদক,জেলা আওয়ামীলীগ।
উপস্হিত ছিলেন
জনাব জগলুল হালদার ভূতো,সভাপতি, টংগিবাড়ি উপজেলা আওয়ামীলীগ।
ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা চেয়ারম্যান, টংগিবাড়ী উপজেলা পরিষদ।
হাফিজ আল আসাদ বারেক,সাঃ সম্পাদক,টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
রাহাত খান রুবেল ও এমিলি পারভীন, ভাইস চেয়ারম্যান, টংগিবাড়ী উপজেলা পরিষদ।
আকলিমা আখি ও তাজুল ইসলাম,সদস্য- জেলা পরিষদ।
আনোয়ার হালদার চেয়ারম্যান , দীন ইসলাম চেয়ারম্যান, আব্দুর রহিম চেয়ারম্যান, আলমাস চৌকদার,নূর হোসেন চেয়ারম্যান।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুম মোল্লা সহ সম্মানিত নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: