ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আশ্রয়ন প্রকল্পের দলিল হস্তান্তর করা হয়েছে।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ জুন ২০১৮ ২০:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ জুন ২০১৮ ২০:১১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুর চর ইউনিয়নের চর পানিয়া আশ্রয়ন প্রকল্পের গ্রহীতাদের অনূকুলে কবুলিয়াত দলিল ও নামজারি পর্চা হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুর আশ্রয়ন প্রকল্পের মাঠে সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ,বালুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক।

চরপানিয়া আশ্রয়ন প্রকল্পে বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়াত ও দলিল হস্তান্তরের আগে প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা তার বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি আশ্রয়ন প্রকল্পের আওতায় গুচ্ছ গ্রাম গুলো তিনি তার নিজের পরিবার বলে মনে করেন।

এইসব প্রকল্পের সুবিধা অসুবিধা আমরা অতিদ্রুত সমাধান করতে সদা সচেষ্ট আর আগে আশ্রয় কেন্দ্রে বসবাসরত গ্রহীতাদের কাছ থেকেও তাদের সুখ দুঃখের কথা শুনেন অতিথিবৃন্দুরা এবং সেগুলো অনতিবিলম্বে সমাধানের ও আশ্বাস দেন জেলা প্রশাসক। 

চরপানিয়া আশ্রয়ণ প্রকল্পের কমিউনিটি সেন্টারেরও উদ্বোধন করেন প্রধান অতিথি এবং প্রকল্পের গ্রহীতাদের মাঝে চরপানিয়া আশ্রয়ন প্রকল্পে বন্দোবস্ত কবুলিয়াত ও দলিল হস্তান্তর সহ আসন্ন ঈদ উপলক্ষ্যে স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে বস্ত্রাদি বিতরণ করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমতিয়াজ আশফাক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন , বালুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান প্রমুখ ।



আপনার মূল্যবান মতামত দিন: