ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে জেলা কমিনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক, সাংবাদিক, কবি ও ব্লগার শাজাহান

সন্ত্রাসীদের গুলিতে কেড় নিল সাংবাদিক বাচ্চুর বেচে থাকার অধিকার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ জুন ২০১৮ ২২:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ জুন ২০১৮ ২২:১৯

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সন্ত্রাসীদের গুলিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিক, কবি ও ব্লগার শাজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন। জেলার সিরাজদিখান উপজেলার মধ্যাপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে তার বাড়ি থেকে আধা কি.মি. পূর্ব দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসতাপালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শাহজাহান বাচ্চু উপজেলার পশ্চিম শিয়ালদী গ্রামের মৃত মন্তাজ উদ্দিন চেয়ারম্যান এর পুত্র। 

সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) আবুল কালাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শণ করে লাশ থানায় নিয়ে গেছেন। 

শাজাহান বাচ্চু  জেলা কমিনিস্ট পার্টির সাধারন সম্পাদক, একজন সাংবাদিক, কবি, ব্লগার, সংগঠক, ঢাকার বাংলাবাজারে বিশাকা প্রকাশনীর সত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, পূর্ব কাকালদী (মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের) তিন রাস্তার মোড়ে আনোয়ার হোসেনের ফার্মেসীর সামনে বসে কথা বলতে ছিলেন শাজাহান বাচ্চু। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২ টি মোটর সাইকেলে ৪ জন লোক এসে তাকে ধরে রাস্তায় নিয়ে আসে। লোকজনকে সরে যেতে বলে এবং একটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শাজাহান বাচ্চুকে রাস্তায় এনে তার বুকের ডান পাশে একটি গুলি করে। এ সময় সিরাজদিখান থানার এএসআই মাসুম ঐ রাস্তা দিয়ে মুন্সীগঞ্জ থেকে থানার দিকে যাচ্ছিলেন। 

নিহত শাহ জাহান বাচ্চুর ভাতিজা জানান, আমার চাচা শাহজাহান বাচ্চু। ওনি ব্লগে লেখালেখি করতো। মৌলবাদিরা তাকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিতো। আজকেও আমার দোকানে বসা ছিল বিকাল ৩টা পর্যন্ত। আমি মাগরিবের আজানের কিছুক্ষন আগে খবর পেলাম আমার চাচাকে কারা যেন গুলি করে হত্যা করেছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে শুনি সিরাজদিখান থানার এ এস আই মাসুম আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

এবিষয়ে ঘটনাস্থলে থাকা সিরাজদিখান থানার এ এস আই মাসুম আলীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি ঘটনাস্থলে পৌছানোর আগে একটি বিকট আওয়াজ পান, সামনে এসে দেখেন একটি লোক পড়ে আছে প্রথম ভাবছিলেন বিদ্যুতের তারে সমস্যা হয়েছে কিনা। পাশের রাস্তা থেকে তাকে উদ্দেশ্য করে বলছে ্সালাকে গুলি কর। এমন সময় একজন ব্যাগ থেকে একটি ককটেল ছুড়ে তার দিকে সে দৌড়ে পিছিয়ে যায়। সে পিস্তল বেড় করতেই আরেক জন তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। সে বসে গুলি করার চেষ্টা করলে বিপরীত রাস্তায় সন্ত্রাসীরা দৌড়ে দুই মোটর সাইকেলে ৪ জন কেটে পরে।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গুলিতে শাহজাহান বাচ্চু নামে এক ব্যক্তি নিহত হয়েছে। দোষীদের আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: