ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রপ্তানি আয় বাড়াতে পণ্যের বহুমুখীকরণের উপর অর্থমন্ত্রীর গুরুত্বারোপ

Admin 1 | প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭ ১০:২৩

Admin 1
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭ ১০:২৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিশ্বে রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘তৈরি পোশাক হচ্ছে আমাদের প্রধান রপ্তানি পণ্য। এই পণ্যটির রপ্তানি ধীরে ধীরে বেড়েছে, যা আমাদের জন্য মঙ্গলজনক। কিন্তু রপ্তানি আয় বাড়ানোর জন্য আমাদেরকে পণ্য সামগ্রি বৈচিত্রপূর্ণ করতে হবে।’
অর্থমন্ত্রী আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘ইমপ্রুভিং ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কী রিফর্মস এ্যান্ড ইনস্টিটিউশনাল প্রায়োরিটিজ’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এবং বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে রপ্তানি পণ্য হিসাবে তৈরি পোশাক খাতের (আরএমজি) উপর দেশের নির্ভরশীলতা কমাতে হবে বলে।
তিনি বলেন, চামড়া ও আইসিটিসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি আয় বাড়াতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিডা’র নির্বাহী সভাপতি কাজী এম. আমিনুল ইসলাম এবং ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক সভাপতি আসিফ ইবরাহিম।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর নির্বাহি পরিচালক ড. আহসান এইচ. মনসুর।



আপনার মূল্যবান মতামত দিন: