ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নতুন সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ জুন ২০১৮ ২২:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ জুন ২০১৮ ২২:০৭

 

নবনিযুক্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ আগামী তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে এই দায়িত্বভার গ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এর আগে আজ সকালে বিদায়ী সেনাপ্রধান ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনীর ঐতিহ্য অনুসারে বিদায়ী সেনাপ্রধানকে সেনানিবাসের সেনাকুঞ্জে গার্ড অব অনার প্রদান এবং বিদায় সংবর্ধনা জানানো হয়।
এর আগে গত ১৮ জুন সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ করে।
স্বারাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে একই দিন এক প্রজ্ঞাপনে জানায়, ২৫ জুন থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে।
আজিজ আহমেদ এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক এবং কুমিল্লা সেনানিবাসে ৩৩ ইনফ্যানিটি স্টেশনের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: