odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

থাইল্যান্ডে প্রবল বর্ষণে গুহায় আটকেপড়া শিশুদের উদ্ধার অভিযান বিঘ্নিত

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ June ২০১৮ ১২:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ June ২০১৮ ১২:৫৭

 

 থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের কারণে একটি গুহায় আটকা পড়া ১২ শিশু ও তাদের ফুটবল কোচকে উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বুধবার বৈরী আবহাওয়ার কারণে বন্যার পানিতে তলিয়ে যাওয়া গুহা থেকে পানি নিষ্কাশন করতে উদ্ধার কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শিশু ও তাদের কোচ সেখানে কয়েকদিন ধরে আটকা পড়ে আছে।
তাদের আত্মীয়রা গভীরভাবে উদ্বিগ্ন। তারা আশা করছেন খুব শিগগিরই শিশুদের উদ্ধার করা হবে।
এই ফুটবল দলের খেলোয়াড়দের বয়স ১১ বছর থেকে ১৬ বছরের মধ্যে। বৃষ্টিপাতে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় থাম লুয়াং গুহার প্রধান প্রবেশপথটি আটকে গেলে শনিবার রাত থেকে তারা সেখানে আটকা পড়ে।
রাতভর কয়েকশ উদ্ধারকারী গুহার বন্যার পানি নিষ্কাশনে উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্প স্থাপনে কাজ করেছে। কিন্তু অব্যহত বৃষ্টিপাতে উত্তরাঞ্চলীয় চিয়ান রাই প্রদেশের ওই এলাকাটি তলিয়ে যাচ্ছে।
স্থানটি লাওস ও মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।



আপনার মূল্যবান মতামত দিন: