
আহসানুল ইসলাম আমিন : মুন্সীগঞ্জ
সিরাজদিখানে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ২৬ জুন মঙ্গলবার সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত উপজেলার সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।
উপজেলার সকল প্রাথমিক ও সমমান বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এ প্রতিযোগীতা হয় । এতে ৫০জন শিক্ষার্ধী অংশগ্রহণ করে ।
উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বেলায়েত হোসেন ।
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে ইছাপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র জহিরুল ইসলাম সিয়াম, ২য় স্থান অর্জন করে একই বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী অনিমা ইসলাম আভা,যুগ্মভাবে ৩য় স্থান অর্জন করে একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তাহসান ও কাকালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র স্বরুপ দাস ।
আজ ২৭ জুন বুধবার সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে সকাল ১১টায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন ।
আপনার মূল্যবান মতামত দিন: