odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

সিরাজদিখানে মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চু’র হত্যার প্রধান আসামি  ‘বন্দুকযুদ্ধে’ নিহত।

আমিন | প্রকাশিত: ২৮ June ২০১৮ ১৬:১৯

আমিন
প্রকাশিত: ২৮ June ২০১৮ ১৬:১৯

সিরাজদিখানে মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চু’র হত্যার প্রধান আসামি  ‘বন্দুকযুদ্ধে’ নিহত।

 

 

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি আবদুর রহমান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

নিহত আবদুর রহমানকে চার দিন আগে গত রোববার (২৪ জুন) গাজীপুরের শ্রীপুরের মাওনার এক জঙ্গি আস্তানা থেকে আটক করেছিল পুলিশ।

সিরাজদিখান থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আবদুর রহমানের দেওয়া তথ্যমতে, বুধবার রাত আড়াইটার দিকে সিরাজদিখান খান এলাকার বালুরচর ইউনিয়নের কালিনগর গ্রামে একটি বাসায় অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসায় থাকা জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে আবদুর রহমানের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত ১১ জুন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় কাকালদি এলাকায় ফেসবুকের লেখক ব্লাগার শাহজাহান বাচ্চুকে (৫৫)কে চারজনের মোটর সাইকেল আরোহী জেএমবি সদস্যরা তাকে গুলি করে হত্যা করে সেখান থেকে নিবিঘ্নে পালিয়ে যায়।

ঘটনার একদিন পর শাহজাহান বাচ্চুর স্ত্রী অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় ২৪ জুন আবদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: