ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জার্মানির ফুটবল ইতিহাস নতুন একটা বাঁক নিল।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ জুন ২০১৮ ১৮:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ জুন ২০১৮ ১৮:০৮

জার্মানির ফুটবল ইতিহাস নতুন একটা বাঁক নিল। জোয়াকিম লো দীর্ঘদিন পর গত আসরে জার্মানিকে শিরোপা এনে দিয়েছিলেন। তার অধীনেই এবার জার্মানি কি না বিদায় নিল গ্রুপপর্ব থেকেই। এশিয়ার দল দক্ষিণ কোরিয়ার কাছে বুধবার ২-০ গোলে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাড়ির পথ ধরতে হচ্ছে মুলার-ওজিলদের। 
 
বিশ্বকাপের ইতিহাসে এর আগে জার্মানি কখনোই প্রথম রাউন্ড থেকে বাদ পড়েনি। ব্যতিক্রম শুধু ১৯৩৮ আসর। সেবার টুর্নামেন্ট শুরুই হয়েছিল শেষ ষোলোর নকআউট পর্ব থেকে। সুইজারল্যান্ডের কাছে ‘রিপ্লে’ ম্যাচে ৪-২ গোলের হেরে তখন বিদায় নিয়েছিল জার্মানি। 
 
এবার গ্রুপপর্বের তিন ম্যাচের মধ্যে সুইডেনের বিপক্ষে জিতলেও জার্মানি হেরেছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার কাছে। সেই সুবাদে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির। 


আপনার মূল্যবান মতামত দিন: