odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

গুহায় আটকে থাকা থাইল্যান্ডের ফুটবলারদের পাশে ফিফা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ July ২০১৮ ২৩:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ July ২০১৮ ২৩:২৮

 

গত দু’সপ্তাহ ধরে একটি গুহায় আটকে রয়েছে থাইল্যান্ডের এক ঝাঁক কিশোর ফুটবলার ও তাদের কোচ। পাহাড়ের গুহা থেকে ১১ থেকে ১৬ বছরের কিশোর ফুটবলারদের বের করে আনার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছো সেদেশের সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাই। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের গুহার মধ্যে থাকা ফুটবলারদের কষ্টের জীবনের ছবি প্রকাশ করেছে সেনাবাহিনী। সেটি এখন ভাইরাল। সেই ভাইরাল ছবিগুলো চোখে পড়েছে ফুটবলের প্রধান সংস্থা ফিফার। তাই ওয়াইল বোয়ার্স দলের ফুটবলারদের জীবন মৃত্যুর লড়াইয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করলো ফিফা।
কিশোর ফুটবলারদের পাশে থাকার কথা জানিয়ে থাইল্যান্ডের ফুটবল সংস্থার মাধ্যমে বিশেষ বার্তা পাঠিয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘তোমরা সুস্থ শরীরে গুহা থেকে বেরিয়ে এসো। তারপর তোমাদের পরিবারের সাথে মস্কোর বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা করে দিবে আমরা। আশা করি, তোমরা খুব শিগগিরই মুক্ত জীবন ফিরে পাবে এবং ফাইনাল ম্যাচে তোমাদের পাশে পাবো।’



আপনার মূল্যবান মতামত দিন: