odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

বগুড়ার শেরপুরে বটগাছে ৪৬টি সাপের বাচ্চা আতংকে সাধারন মানুষ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ July ২০১৮ ১৯:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ July ২০১৮ ১৯:৪৭


শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরের কয়েরখালি বাজারে বহু পুরাতন বটগাছের সুরঙ্গ থেকে গত বুধবার বিকেলে ৪৬ টি জাইত সাপের বাচ্চা বের হয়েছে। পরে এলাকবাসি সাপগুলো মেরে ফেলেছে । এ ঘটনায় এলাকাবাসি আতংকের মধ্যে রয়েছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালি বাজারের দক্ষিন পার্শ্বে কালের স্বাক্ষি বহু পুরাতন বটগাছে সৃষ্ট সুড়ঙ্গের ভিতরে পিপড়ের আনাগোনা দেখা যায়। পিপড়ের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে সাপের বাচ্চাগুলো ক্রমান্বয়ে বাহিরে বের হতে থাকে। এ সময় ওই এলাকার নুরুল ইসলাম, আব্দুস সাত্তার, দুদু মিয়া, শাহ আলম সহ অনেকেই সাপ দেখতে পেয়ে তাদের মারতে শুরু করে। একটা একটা করে বের হতে থাকে সাপের বাচ্চাগুলো। পরে গুনে দেখা যায় সেখানে প্রায় ৪৬টি সাপের বাচ্চা ছিল। সবার ধারনা এখানে বাচ্চা সাপের বাবা-মা রয়েছে। এমন ঘটনায় এলাকাবাসির মনে ভীতির স ার হয়েছে এবং সাপ নির্মুলে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আবু জাহের
শেরপুর(বগুড়া)প্রতিনিধি
০১৭৫৪৯১৬৩৪৯



আপনার মূল্যবান মতামত দিন: