ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেরপুরে এ্যাপেক্স ক্লাব অব করতোয়ার উদ্দ্যেগে বৃদ্ধাশ্রমে খাদ্য-বস্ত্র বিতরণ

gazi anwar | প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮ ১৯:৩২

gazi anwar
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৮ ১৯:৩২


আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে এ্যাপেক্স ক্লাব অব করতোয়ার উদ্দ্যেগে সোনাভান বৃদ্ধাশ্রমে খাদ্য-বস্ত্র বিতরণ করা হয়। গত ১৩ জুলাই রাত্রি ৮টায় শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রামে সোনাভান বয়স্ক পূর্নবাসন কেন্দ্রে ১৮ জন অসহায় নারী ও পুরুষদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ করা হয়। সোনাভান বয়স্ক পূর্নবাসনটি ২০১৭ সালে আব্দুল মজিদ খান তার মায়ের নামে প্রতিষ্ঠিত করেন।
এ্যাপেক্স ক্লাব অব করতোয়া সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাপেক্স ক্লাব অব করতোয়ার জেলা-৭ এর সাবেক গভর্ণর সায়েদুল ইসলাম বিশেষ অতিথি, সোনাভান বয়স্ক পূর্নবাসন কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রশিদ।
এছাড় উপস্থিত ছিলেন, এ্যাপেক্স ক্লাব অফ করোতোয়া সদস্য, বগুড়া জজ কোড এ্যাড. গোলাম সারোয়ার উলকা, আই.পি.পি সোহেল রানা, সামিট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম লিপু, সামিট স্কুল এন্ড কলেজের পরিচালক আব্দুল ওয়াহেদ শাহ, হরুন অর সিদ্দিক কামাল, আশরাফুল আলম হিরা, মজিবর রহমান মজনু, আনিছুর রহমান, আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, ফফিউল্লাহ, জাহিদুর রহমান, রফিকুল ইসলাম এ্যাড. হাসান বারী, সৈকত প্রমূখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: