ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বগুড়ার শেরপুরে ওয়ারেন্টের আসামীসহ ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ জুলাই ২০১৮ ১৯:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ জুলাই ২০১৮ ১৯:১৮

 

শেরপুর(বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এক ওয়ারেন্টের আসামীসহ ১২ মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ফোর্স পৃথক পৃথকভাবে গত ১৯ জুলাই বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এতে ওয়ারেন্টভুক্ত আসামী শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামার বিনয় সরকারের ছেলে অমল সরকার(৪০), মাদক বিক্রয় ও সেবনের অপরাধে শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের আশরাফ আলীর ছেলে মামুনুর রশিদ(৩৭), শহরের উলিপুর উত্তরপাড়ার মৃত ফরিদ সরকারের স্ত্রী বেলী খাতুন(৫০),শাহজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরমান(২০), নারচী গ্রামের ইব্রাহিমের ছেলে আশিকুর রহমান, আব্দুল জলিলের ছেলে সেলিম(২০), তোজাম্মেল হকের ছেলে রাজু(২৯), শেরপুরের ধুনকুÐি দক্ষিনপাড়ার তারেক আলীর স্ত্রী শহিদা বেগম(৩৫), রামচরণ মুকুন্দ গ্রামের আবুল হোসেনের ছেলে রিফাত হোসেন(৩৮) কে গ্রেফতার করে।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সাজাহাপুর উপজেলার মাদক ব্যবসায়ী আশিকুর ও সেলিম মাদকদ্রব্য রিক্সাচালক রাজু’র মাধ্যমে কৌশলে রিক্সা যোগে শেরপুর সারাদিন বিক্রি করে আসতো। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক কয়েকটি মামলা দেয়া হয়েছে এবং তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বগুড়ার শেরপুরে আরডিএ স্কুল এন্ড কলেজ সাফল্য
শেরপুর(বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরে আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে এবছরের এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ১৯৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিয়ে শতভাগ পাস সহ ৮২ জন জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ফলাফলের জন্য শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের প্রচেষ্টার প্রসংশা করে সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আবু জাহের
শেরপুর(বগুড়া) প্রতিনিধি



আপনার মূল্যবান মতামত দিন: