odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

মক্কা শহরের আল-মোকাররমা এলাকায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ July ২০১৮ ০৩:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ July ২০১৮ ০৩:২১

এবছর বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা শহরের আল-মোকাররমা এলাকায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বুধবার বিভিন্ন সময়ে মারা যান এ তিনজন। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
 
নিহত তিনজন হলেন- নওগাঁ সদরের আবদুর রহমান আকন্দ (৫৭), তাঁর পাসপোর্ট নম্বর ওসি ৯১৮৭৮২৫। ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আবদুল হালিম আকন্দ (৭১), পাসপোর্ট নম্বর বি আর ০৫০৯০৫৩। জামালপুর সদরের মোহাম্মদ আবুল কালাম আজাদ (৬০), তাঁর পাসপোর্ট নম্বর বিটি ০২৯৯৪৬৬।
 
মক্কায় হজ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। বুধবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৩ হাজার ৮৭০ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন


আপনার মূল্যবান মতামত দিন: