
"আজকের সুস্থ ও শিক্ষিত শিশুই,
আগামী দিনের ভবিষ্যৎ"
সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এরাই একদিন সমগ্র দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।।
এর ই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আধুনিক লৌহজং-টংঙ্গীবাড়ীর উন্নয়নের রুপকার,মাটি ও মানু্ষের অধ্যাপিকা_সাগুফতা_ইয়াসমিন_এমিলি পক্ষ থেকে আজ লৌহজং এ অবস্থিত নাগেরহাট, কনকসার,সিংহের আটি,ধিৎপুর,নতুনকান্দি ও কাহেতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: