
আজ সোমবার ৩০/০৭/২০১৮ ইং সকাল ১০ টায় টংগিবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের কাইচমালধা, দশোত্তর, কুরদিয়া ও পাচগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহ ৪ টি স্ক্রুলের ছাত্র ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করেন মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।
উপস্থিত ছিলেন টংগীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ।
মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সদস্য ওয়াহিদ হালদার।
টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি স্বপন হালদার,কোষাধক্ষ নীরব ফকির ও কৃষি বিষয়ক সম্পাদক নাহিদ খান।
উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল ও এমিলি পারভীন।
মিলন সিকদার_ চেয়ারম্যান পাচগাও ইউনিয়ন পরিষদ।
মহিউদ্দিন হালদার-চেয়ারম্যান, কামারখাড়া ইউনিয়ন পরিষদ।
পাচগাও ইউনিয়ন আওয়ামীলীগ সাঃ সম্পাদক ইবরুল করিম মিঠু মুন্সী।
জেলা পরিষদ সদস্য আকলিমা আখি।
ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, খালিদ খান হিরা,জয় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: