
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মত জয়ে টেস্টে সিরিজ ড্র করতে পেরেছে বাংলাদেশ। তবে টেস্টের চেয়ে ওয়ানডে ভার্সনে বাংলাদেশের অগ্রগতির গ্রাফটা আরো মজবুত; ফলে সিরিজে সফরকানীদের সম্ভাবনা আরও বেশি। কলম্বোয় অনুশীলন কালে বাংলাদেশের সাংবাদিকদের টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার জানিয়েছেন, বরাবরের মতোই তাদের লক্ষ্য সিরিজ জয়, সম্ভব হলে ৩-০ ব্যবধানে। শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে আগের ১৬ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি, তা আবার দেশের মাটিতে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কখনওই সিরিজ জিতেনি দলটি। সেরা সাফল্য ২০১৩ সালে শ্রীলঙ্কাতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র। চলতি বছর এখন পর্যন্ত কোনো ওয়ানডে খেলেনি বাংলাদেশ। গত বছর ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। সে ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কায় ঘুরে দাঁড়াতে মরিয়া মাশরাফি বিন মুর্তজার দল। তাদের জন্য অনুপ্রেরনা থাকছে টেস্ট জয়।
আপনার মূল্যবান মতামত দিন: