
শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুর বাসষ্ট্যান্ড ফলপট্টি এলাকায় গতকাল বুধবার ভোর পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে ফলের দোকানের ভিতরে ঢুকে পরে একটি ট্রাক। এতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের বাসষ্ট্যান্ড ফলপট্টি এলাকায় গতকাল বুধবার ভোর পৌনে ৫ টার দিকে ঢাকাগামি একটি ভাংড়ি মালামাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৮-৩১৭২) নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের একটি বড় খুটি ভেঙ্গে পরেশ নামের এক ব্যাক্তির ফলের দোকানে ভিতরে ঢুকে পরে। এ সময় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বিদ্যুতের খুটি ও ফলের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় সচেতন মহল মনে করছেন ড্রাইভার ঘুমের মধ্যে গাড়ি চালানোর কারনেই এই দুর্ঘটনা ঘটেছে। এটা রাতে না হয়ে দিনে হলে অনেকেই নিহত হতে পারতো।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা করে সমাধানের ব্যবস্থা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: