ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইসরাইলের আবারো নিষেধাজ্ঞা আরোপ গাজায় জ্বালানি সরবরাহে 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ আগস্ট ২০১৮ ১৯:৫৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ আগস্ট ২০১৮ ১৯:৫৫

 

ইসরাইল সীমান্ত বরাবর জলন্ত ঘুড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় জেরুজালেম বৃহস্পতিবার গাজায় জ্বালানি সরবরাহের ক্ষেত্রে আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিরক্ষামন্ত্রী অভিগদর লিবারম্যান একথা বলেছেন। খবর এএফপি’র।
লিবারম্যান বলেন, সীমান্ত বরাবর অব্যাহত প্রতিবাদের মধ্যে জলন্ত ঘুড়ি ও বেলুন ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর জবাব দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
গত ১৭ জুলাই ইসরাইল গাজায় জ্বালানি সরবরাহ বন্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু পরে ইসরাইলি সীমান্তে জলন্ত ঘুড়ি ও বেলুনের ব্যবহার কমে যাওয়ায় এক সপ্তাহ পরই এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
ইসরাইল জানায়, গত এপ্রিল মাস থেকে ফিলিস্তিনীরা এ পদ্ধতি ব্যবহার করে কয়েকশ’ স্থানে আগুন ধরিয়ে দেয় এবং এতে লাখ লাখ ডলার মূল্যের সম্পদের ক্ষতি হয়।



আপনার মূল্যবান মতামত দিন: