ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

গরিবও অসহায়দের চক্ষু চিকিৎসা দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ আগস্ট ২০১৮ ২১:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ আগস্ট ২০১৮ ২১:০৬

 

রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ গরিব ও অসহায়দের চক্ষু চিকিৎসা সুবিধা প্রদানের জন্য অফথালমলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি)’র প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে বলেন, ওএসবি’র সভাপতি অধ্যাপক মো.শরফুদ্দিন আহমেদের নেতৃত্বে সংগঠনের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে দেশের বিভিন্ন স্থানে চক্ষু শিবির পরিচালনার পরামর্শ দেন যাতে গরীব ও অসহায় লোকজন সহজে চক্ষু চিকিৎসা পেতে পারে।
রাষ্ট্রপতি সোসাইটির সদস্যদের দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রত্যন্ত পল্লী অঞ্চলে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অব্যাহত রাখারও আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে ওএসবি’র কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন এবং সোসাইটির আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: