-2018-08-06-14-18-19.jpeg)
সকালে রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, মগবাজার, কাওরান বাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, সায়েন্সল্যাব, নিউমার্কেট ও আজিমপুর এলাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী, শ্যামলী ও গাবতলী থেকেও গণপরিবহন ছেড়েছে। পাশাপাশি দূরপাল্লার বাসও ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ব্যক্তি মালিকানাধীন গণপরিবহনের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসগুলোও সড়কে বের হয়েছে বলে বিআরটিসি ডিপো সূত্র জানিয়েছে।
যাত্রী জানান, তিনি উত্তরা থেকে এসেছেন। সকাল ৯টা থেকে ইডেন কলেজে তার মাস্টার্স পরীক্ষা রয়েছে। পুরো পথে তিনি অনেক পরিবহন চলাচল করতে দেখেছেন। কোথাও কোনও সমস্যা হয়নি
সকালের দিকে রামপুরা ব্রিজেও একই অবস্থা দেখা গেছে। উত্তরা, কুড়িল, নতুন বাজার, রামপুরা, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল ও গুলিস্তান হয়ে সদরঘাট সড়কে চলাচলরত প্রায় সব কোম্পানির গণপরিবহন চলছে। এসময় যাত্রীদের উপস্থিতিও চোখে পড়ার মতো দেখা গেছে।
এক বাস চালক বলেন ‘রাতে কোম্পানির থেকে আমাদেরকে জানিয়ে দেওয়ান হয়েছে পরিবহন নামানোর জন্য। আমরা সকাল থেকে পরিবহন নামিয়েছি।’
রবিবার (৫ আগস্ট) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছিলেন, আজ সোমবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দূরপাল্লার গাড়ি চলবে।
তিনি বলেন, ‘দূর পাল্লার বাস চলাচলের বিষয়ে পরিবহন মালিক সমিতির মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী কাল সকাল থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল করবে।’
আপনার মূল্যবান মতামত দিন: