ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
“বৃক্ষরোপণ অভিযান সফল করুন পরিবেশ বিপর্যয় রোধ করুন”

শেরপুরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ আগস্ট ২০১৮ ১৯:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ আগস্ট ২০১৮ ১৯:৪৭


আব্দুর রাহিম, শেরপুর, (বগুড়া) প্রতিনিধিঃ


“বৃক্ষরোপণ অভিযান সফল করুন পরিবেশ বিপর্যয় রোধ করুন” এ ¯েøাগানকে সামনে রেখে গাছের চারা রোপনের জন্য আষাঢ়-শ্রাবন দুই মাস বর্ষাকাল বৃক্ষ রোপনের সর্বোত্তম সময়। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রকৃতির অকৃতিম বন্ধু বৃক্ষের চাহিদা ও গুরুত্ব বিবেচনায় সামাজিক দায়বোধ ও পরিবেশ সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রীন ব্যাংকিং কার্যক্রমের আওতায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. শেরপুর শাখা বগুড়ার উদ্যোগে ৮ই আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ ৯ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় ধুনটমোড় ব্যাংক কার্যালয়ে শেরপুর শাখার এফএভিপি এবং শাখা ব্যবস্থাপক এ.বি.এম আব্দুল বাতেন এর সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার মৌছুদুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল আলম (তোতা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর থানার পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ আলম, নার্সারী ব্যবসায়ী ও প্রশিক্ষক রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ ও স্বাগত বক্তব্য রাখেন শাখা শাখা ব্যবস্থাপক এফএভিপি এ.বি.এম আব্দুল বাতেন, মোনাজাত পরিচালনা করেন সিনিয়র ষ্টাফ আবুল কাশেম। এ সময় বিভিন্ন গাছের ২ (দুই) শতাধিক ফলদ চারা অসহায় গরীব ও সুবিধাবি তদের মাঝে বিতরণ করেন অতিথিবৃন্দ। এ মাসে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লি. শেরপুর শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: