_09-08-2018-2018-08-09-20-00-48.jpg)
আব্দুর রাহিম, শেরপুর, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর-ধুনট সড়কের মাদ্রাসাগেট এলাকায় অপরিকল্পিতভাবে ধানের হাট বসায় রাস্তায় যানযটের সৃস্টি হয়েছে। এতে করে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকুরীজিবীসহ জন সাধারণেরা চরম ভোগান্তির স্বীকার হচ্ছে।
৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর পৌর এলাকার শেরপুর-ধুনট সড়কের মাদ্রাসাগেট এলাকায় অপরিকল্পিতভাবে ধান কেনা বেচার হাট বসেছে। এ সময় ওই সড়কে চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, মোটর সাইকেল, অটোরিক্্র, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবহন আটকে যানযটের সৃস্টি হয়েছে। শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজ, সামিট ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ, প্রোগ্রেসিভ স্কুল, রাডার সাইন্স স্কুলসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বহন করা গাড়ি আটকে রয়েছে। যারা সময়মত স্কুলে যেতে পারছেনা। এছাড়াও বিভিন্ন অফিসের চাকরীজিবীরাও যানযট থাকার কারনে সময়সত অফিসে যেতে পারছেনা।
এক স্কুল গাড়ির চালক বলেন, হাটের দিন গুলোয় আমাদের খুব সমস্যা হয়। হাট পেরিফেরির জায়গা না হলেও এখানে অপরিকল্পিতভাবে ধানের হাট বসায় আমরা সময়মত শিক্ষার্থীদের স্কুলে পৌছাতে পারিনা। এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।
এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, পৌরসভা ও প্রশাসন অনেক চেষ্টা করেছে হাট পেরিফেরির জায়গায় বসানোর। কিন্তু পাবলিক কথা শোনেনা। পরিবহন ব্যবস্থা সহজ হওয়ায় তারা ওখান থেকে সরছেনা।
আপনার মূল্যবান মতামত দিন: