
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ঘটিকায় স্থানীয় বাসট্যান্ডে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইন এর স ালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারী ডাবলু, প্রথম আলো পত্রিকার শেরপুর প্রতিনিধি সবুজ চৌধূরী, শেরপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলিম, জাহাঙ্গীর ইসলাম, শাহজামাল কামাল, তোফায়েল আহম্মেদ, শহিদুল ইসলাম শাওন, শরিফ আহম্মেদ, অনিরুদ্ধ চক্রবর্তী গোপা, আল ইমরান, আবু জাহের, আব্দুল ওয়াদুদ, উৎপল মালাকার, সেলিম রেজা, যোবায়ের হোসাইন, মাহফুজ আহম্মেদ প্রমুখ। নির্যাতিত সাংবাদিকদের চিকিৎসার ব্যয়ভার বহনের ঘোষনায় সরকারকে স্বাগত জানিয়ে সাংবাদিক নেতারা বলেন ঢাকা সহ সারাদেশে কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলা চালানো হচ্ছে। কিন্তুু হামলাকারীরা চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে না। সাংবাদিকরা মানুষের কল্যানে সমাজের বিভিন্ন কাজ লেখনির মাধ্যমে তুলে ধরে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে প্রতিনিয়তই। কিন্তু স্বার্থন্বেষী গোষ্ঠী সাংবাদিকদের উপর হামলার কারনে সাংবাদিকরা কর্মছেলে আন্দোলনে নামতে বাধ্য হবে। তাই অনতি বিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করার দাবি জানান।
আপনার মূল্যবান মতামত দিন: