
ভাদ্র মাসের প্রচণ্ড তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। সাগরে লঘুচাপ শুরু হওয়ায় সোমবার থেকে এই বৃষ্টির দেখা মিলে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি পুরো সপ্তাহ জুড়ে হতে পারে। তাই ঈদুল আজহার দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল ঢাকায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবারও একই রকম তাপমাত্রা থাকতে পারে।
আজকের পূর্বাভাসে বলা হয়েছে- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আপনার মূল্যবান মতামত দিন: