ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইরান কাবাডিতে ভারতকে হতাশ করে  দুই বিভাগেই স্বর্ণ ছিনিয়ে নিল 

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৮ ১৫:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৮ ১৫:১৭

 

 

এশিয়ান গেমস কাবাডিতে পুরুষ ও নারী উভয় বিভাগেই স্বর্ণ ছিনিয়ে নিয়েছে ইরান।
শুক্রবার জাকার্তার গারুদা থিয়েটার হলে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে ইরান বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে উত্তেজনাপূর্ণ ফাইনালে ২৭-২৪ পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক জিতে। এর মাধ্যমে ভারতীয় কাবাডির ২৮ বছরের আধিপত্যকে ক্ষুন্ন করে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখায় ইরান। এক পর্যায়ে ভারত ৭-৩ পয়েন্টে এগিয়ে থাকলেও দারুনভাবে ম্যাচে ফিরে এসে ইরান ১৭-১৩ পয়েন্টের লিড নেয়। এই লিড তারা শেষ পর্যন্ত ধরে রেখেছিল।
ভারতীয় নারী দল ফাইনালে উঠলেও বর্তমান চ্যাম্পিয়ন পুরুষ দলটিকে সেমিফাইনালে পাত্তাই দেয়নি ইরান। ২৭-১৮ পয়েন্টে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ইরানী কাবাডি দলটি। পরে ফাইনলে দক্ষিণ কোরিয়াকে ২৬-১৬ পয়েন্টে পরাজিত করে দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখালো ইরান। এই বিভাগে এশিয়ান দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান ব্রোঞ্জ পদক জয় করেছে। নারী বিভাগের ব্রোঞ্জ পদক জয় করেছে চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন: