
বগুড়ার শেরপুরে ৫ মাদক ব্যবসায়ীকে আট
পুলিশের অভিযানে ২
কেজি গাঁজা ও ১২
পিস ইয়াবা উদ্ধার
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে পুলিশের পৃথক পৃথক অভিযানে লেক্সাস বিস্কুটের
প্যাকেটে বিশেষ কায়দায় রক্ষিত ২ কেজি, পুরিয়া বিক্রির সময় ২৫
গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক
করা হয়েছে। শেরপুর থানা সুত্রে জানা যায়, গত ২৪ আগষ্ট শুক্রবার
দিবাগত রাত ২টার দিকে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন
কবির ও ওসি তদন্ত বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার
বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার শেরুয়া
বটতলা হতে বিশেষ কায়দায় লেক্সাস বিস্কুটের প্যাকেটে রক্ষিত ২
কেজি গাঁজা সহ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম
বালাতারি গ্রামের আবু হোসেনের পুত্র লিটন (২০) কে আটক
করে। সে সময় তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় শেরপুরের এক
ব্যাক্তির নিকট থেকে ১০ হাজার টাকা অগ্রিম নিয়ে গাঁজাগুলো
এনেছিল। পরে পুলিশ লিটনের মোবাইল থেকে ক্রেতাকে আসতে বললে
উপজেলার বনমরিচা গ্রামের আবু ছাইদের পুত্র আরিফ (১৯)
গাঁজাগুলো ডেলিভেরি নেয়ার আসলে পুলিশ তাকেও আটক করে। পওে
সেও জানায় ওই গাঁজাগুলো সে ৪০ হাজার টাকায় কিনেছিল। তার
মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেছে।
গাঁজা ব্যবসায়ী লিটন সাংবাদিকদের জানায়, সে ২ কেজি
গাঁজা ২০ হাজার টাকায় কিনে ৪০ হাজার টাকায় বিক্রি
করেছিল। অপরদিকে এস আই পুতুল মোহন্ত সহ অন্যান্য অফিসাররা
অভিযান চালিয়ে উপজেলার হাটগাড়ি থেকে ২৫ গ্রাম (৩০
পুরিয়া) গাঁজা সহ আব্দুল মান্নানের পুত্র বিপ্লব (২১) কে আটক
করে। এবং ধনকুন্ডি থেকে আবুল হোসেনের পুত্র আসাদ (২৭) ও
মুকুলের পুত্র রঞ্জু (২৬) কে ১২ পিস ইয়াবা সহ আটক করে।এ
ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,
পুলিশ মাদকের ব্যাপাওে জিরো টলারেন্স ঘোষনা করেছে। তারই
ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের
বিরুদ্ধে পৃথক পৃথক মাদকের মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা
হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: