ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিভিন্ন নদ-নদীর ৪৭ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে

gazi anwar | প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৮ ১৭:৫৪

gazi anwar
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৮ ১৭:৫৪

 

 

দেশের বিভিন্ন নদ-নদীর ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৭টি পয়েন্টের পানি হ্রাস ও ৪২টির বৃদ্ধি পেয়েছে।
রোববার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯৪টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ৪টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে এবং ১টি পয়েন্টের কোন তথ্য পাওয়া যায়নি।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আপার মেঘনা অববাহিকার সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় কমলঞ্জে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: