_NEWS_26-08-2018_Pic-2018-08-27-17-57-55.jpg)
বগুড়ার শেরপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ একদল কিশোরের ছুরিকাঘাতে
সোহান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোহান উপজেলার খানপুর ইঊনিয়নের
গোপালপুর গ্রামের সুজন মিয়র পুত্র। এ ঘটনায় জনতা ছুরিকাঘাতকারী কিশোর
খোরশেদ (১৫) কে আটক কেরে পুলিশে সোপর্দ করেছে। খোরশেদ উপজেলার গাড়িদহ
ইউনিয়নের ছোটফুলবাড়ি গ্রামের সালামের পুত্র।
পুলিশ ও নিহত কিশোরের গ্রামবাসী জানায়, গতকাল ২৫ আগস্ট শনিবার সন্ধ্যায়
রনবীরবালা ঘাটপাড় এলাকায় খোরশেদের নেতৃত্বে ৫/৬ জন কিশোর সন্ত্রাসী সোহানের
উপর হামলা করে। এক পর্যায়ে তারা সোহানের বুকে ছুরিকাঘাত করে। চিৎকারে
আশপাশের লোকজন এসে সোহান কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠায় । সেখানে রাত ১১ টায় তার মৃত্যু হয়। ঘটনার সময়
গ্রামবাসী খোরশেদ কে আটক করলেও অন্যরা পলিয়ে যায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, পুলিশ অন্যান্য আসামীদের
ধরতে অভিযান শুরু করেছে।
আব্দুর রাহিম
শেরপুর,বগুড়।
আপনার মূল্যবান মতামত দিন: