ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চিলির দুই পর্যটককে নির্দোষ দাবী আইনজীবীর মালয়েশিয়ায় মৃত্যুদন্ডের মুখোমুখি 

gazi anwar | প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৮ ২০:২৯

gazi anwar
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৮ ২০:২৯

 

 

মালয়েশিয়ায় মৃত্যুদন্ডের মুখোমুখি চিলির দুই পর্যটককে নির্দোষ দাবী করেছে তাদের আইনজীবী।
গত বছর মালয়েশিয়ার একটি হোটেলে দেশটির এক নাগরিককে হত্যার অভিযোগে চিলির দুই পর্যটকের বিচার চলছে। বিচারে তাদের মৃত্যুদন্ড হতে যাচ্ছে। সোমবার আদালতে শুনানীকালে তাদের আইনজীবী বলেছেন, তারা নির্দোষ এবং আত্মরক্ষার্থে তারা এই হত্যাকা- ঘটিয়েছে।
খবর এএফপি’র।
গত বছর আগস্টের শেষ দিকে ছুটি কাটাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হেটেলে অবস্থান গ্রহণ করেন চিলির দুই নাগরিক ফিলিপ ওসাইডেজ ও ফার্নেন্ড কানডিয়া। হোটেল লবিতে তারা মালয়েশিয়ান এক নাগরিককে হত্যা করেন। মালয়েশিয়ায় আসার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডটি সংঘটিত হয়।
দেশটিতে হত্যাকান্ডের দায়ে মৃত্যুদন্ড বাধ্যতামূলক। পর্যটকরা দোষী সাব্যস্ত হলে তাদের ফাঁসিতে ঝুলানো হবে।
এদিকে আদালতে শুনানীকালে পর্যটকদের আইনজীবী ভেনকাট্সরী আলেজান্ড্রা দাবি করেছেন, এটা ছিলো একটি দুর্ঘটনা। চিলির দুই নাগরিক নির্দোষ। কারণ নিহত যুবক হোটেলে গিয়ে চিলির দুই নাগরিকের কাছে অর্থ দাবি করেছিলো।
চিলির নাগরিকরা সেদেশের পুলিশকে খবর দেয়ার আগে যুবকটি তাদের ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে দুই পর্যটক শুধুমাত্র যুবকটিকে প্রতিরোধ করে।
তিনি মনে করেন বিদেশীরা অভিযোগ থেকে মুক্ত হবেন।



আপনার মূল্যবান মতামত দিন: