
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার রাতে উপজেলার রামেরখোলা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।
নিহত মো. নাছির উদ্দিন রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম। আহত নূর মোহাম্মদের বাসা মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে। তার বাবার নাম ওবায়দুর রহমান।
হাসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, রামেরখোলা এলাকায় ঢাকাগামী সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল চালক মো. নাছির মারা যায়। আরেক আরোহী নূর মোহাম্মদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাসচালককে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: