সিরাজদিখানে জাতীয় গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্ট উদ্বোধন
সিরাজদিখান(মুন্সীগঞ্জ প্রতিনিধি:
সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানেও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)
উদ্বোধন করা হয় । উপজেলা প্রশাসনের অয়োজনে ১লা সেপ্টেম্বর শনিবার বিকাল ০৩ টায় উপজেলার
কুসুমপুর জাগরনী সংসদ মাঠে জৈনসার বনাম কোলা ইউনিয়নের এ খেলায় সিরাজদিখান উপজেলা
পর্যায়ের এ টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এছাড়াও বিকাল ৪ টায় উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লতব্দী বনাম বাসাইল এবং রায় বাহাদুর
শ্রীনাথ ইনস্টিটিউট মাঠে কেয়াইন বনাম শেখরনগরের মধ্যেফেুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে ।
উপজেলার ১৪ টি ইউনিয়নই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বছরের কিশোর কিশোরীদের শারীরিক, মানসিক ও
নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে
গড়া তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গীবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে
বিরত রাখার লক্ষ্যে সরকারের পক্ষ হতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)’ আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে সাবান মাহমুদের ধারা
বর্ণনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) হেলেনা
ইয়াছমিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড আবুল কাশেম, উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম সোহরাব হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল
মতিন হাওলাদার প্রমুখ ।
উল্লেখ্য - যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় সকল
উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির
ফাইনাল খেলার সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৮ খ্রি: বিকাল ৩ টা।
তাং-০১-০৯-১৮ইং
আপনার মূল্যবান মতামত দিন: