
আবারো বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। বৃহস্পতিবার এক জনসভায় ‘ধর্ষণ’ নিয়ে রসিকতা করায় সমালোচিত হন তিনি।
নিজের শহর দাভাওতে ধর্ষণের পরিসংখ্যান বিষয়ে পুলিশের একটি রিপোর্ট নিয়ে বলতে গিয়ে রডরিগো দুতার্তে বলেন, পুলিশ জানিয়েছে দাভাওতে ধর্ষণের ঘটনা বাড়ছে। আমি বলব, যত দিন সুন্দরী নারী বেশি থাকবে, তত দিন পর্যন্ত ধর্ষণ অব্যাহত থাকবে।
তার এই বক্তব্যে যুক্তি দিয়ে তিনি বলেন, প্রথম অনুরোধে কেউ সম্পর্কে আসে না। বিশেষ করে মহিলারা তো নই। প্রথম আবেদনে কেউ যদি সাড়া না দেয়, তাহলে তো ধর্ষণ করতে হয়।

ফিলিপিন্সের প্রেসিডেন্টের এ ধরণের মন্তব্যে তীব্র সমালোচনা করেছে দেশটির একাধিক নারী সংগঠন। তাদের মতে, প্রেসিডেন্টের এমন অশ্লীল কথায় আমল না দেওয়াই ভাল।
রডরিগো দুতার্তের এমন মন্তব্য এটাই প্রথম নয়। এর আগে বহুবার নারী বিদ্বেষী ও অশ্লীল মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। খবর: এনডিটিভি, জিনিউজ
আপনার মূল্যবান মতামত দিন: