odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

সাব্বির রহমানকে বহিষ্কারের সুপারিশ মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১ September ২০১৮ ১৯:২০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১ September ২০১৮ ১৯:২০

  ৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বির রহমানকে বহিষ্কারের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির শৃঙ্খলা কমিটি এ সুপারিশ করে। অন্যদিকে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে সতর্ক করা হয়েছে।
 
এর আগেই থেকেই শুনা যাচ্ছিল ক্রিকেটারদের বিশৃঙ্খলতার ধারাবাহিকতা ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করবে বিসিবি। এ জন্য হাল সময়ের ক্রিকেটের তিন ‘ব্যাডবয়’কে তলব করে বিসিবি। শনিবার ছিল তাদের হাজির হওয়ার দিন। এই তিন ক্রিকেটার হলেন- সাব্বির রহমান, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। 
সাব্বির রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে- নারী অতিথিকে হোটেলে নেয়া, দর্শকদের প্রহার-গালিগালাজ করেন তিনি। এছাড়া নাসির হোসেনের নারীসঙ্গ নিয়ে ক্রিকেটাঙ্গনে অনেক কথা প্রচলিত আছে। সম্প্রতি তার এক মেয়েবন্ধু তোলপাড় তুলেছেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে। অপরদিকে গত সপ্তাহে মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার স্ত্রী।


আপনার মূল্যবান মতামত দিন: