স্থানীয় পুলিশ সন্দেহজনক বস্তুটি অপসারণ করেছে। বিমানবন্দরটিতে একটি রানওয়ের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে সেখানে কোন ফ্লাইট বাতিল করার প্রয়োজন পড়েনি। খবর এএফপি’র।
টোকিও’র পূর্বাঞ্চলীয় জাপানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নারিতার এক মুখপাত্র বলেন, ‘ঠিকাদাররা সেখানে রাতে কাজ করার সময় বিস্ফোরক জাতীয় ওই বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, বস্তুটির বিস্ফোরণের সম্ভাবনা খুবই কম। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে।
বিমানবন্দরটি বছরে ৪ কোটি যাত্রী ও আড়াই লাখ ফ্লাইট পরিচালনা করে।
-2018-09-13-15-42-52.jpeg)
আপনার মূল্যবান মতামত দিন: