
শেরপুরে চকনশী বে-সরকারী
প্রাথমিক বিদ্যালয়ে
বৃক্ষরোপন কর্মসূচী পালন
আব্দুর রাহিম, শেরপুর (বগুড়া)ঃ
বগুড়ার শেরপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকনশী বে-সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর
মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীতে উপুস্থিত
ছিলেন চকনশী বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন,
বিদ্যালয়ের দাতা মোঃ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক আনোয়ারুল হক,
সিমা খাতুন,রুবিয়া খাতুন, অভিভাবক শাজাহান আলী সেখ, জাবেদ আলী
সেখ, আজিমুদ্দিন মন্ডল, সোবহান আলী, মকবুল হোসেন, শাহাদত হোসেন,
আব্দুর রাজ্জাক নাদু, আব্দুল মালেক, আক্কাস আলী, রোস্তম আলী, মহসিন আলী,
আব্দুস সালাম, মেজবা আহমেদ, রফিকুল ইসলাম, হায়দার আলী, শাহজামাল,
মোস্তফা, আব্দুল মালক, ফিরোজা খাতুন, আঙ্গুরী বেগম, মাজেদা খাতুন,
আনোয়ারা বেগম, রওশনারা বেগম, আমিনা খাতুন, রুপা খাতুন প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচীতে বিদ্যালয় প্রঙ্গনে বিভিন্ন ফলদ গাছের চারা রোপন
করা হয়।
আব্দুর রাহিম,
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
০১৭৫৪-৯১৬৩৪৯
১৮ সেপ্টেম্বর ২০১৮ইং
আপনার মূল্যবান মতামত দিন: